উপত্যকা জুড়ে এখন বসন্তের মাস
বদলে যাচ্ছে রঙ, কালের প্রতিলিপি মেনে
এখন কুসুমাস্তীর্ণ স্বপ্নের ভিতর ঘাসফুলও
আগন্তুকের পদধ্বনি শোনার অপেক্ষায় মশগুল
ধানশালিকের ঠোঁটে ধানীরঙ বিকেল পেরিয়ে যাচ্ছে
দিগন্তছোঁয়া মায়াবতী গোধূলি আবির ছুঁয়ে সন্ধ্যা নামে..
অনেক গভীর ষড়যন্ত্র এড়িয়ে আজ বুক চিতিয়ে
চাঁদ-তারা চুমু আঁকে মহাজাগতিক মহাশূন্যে
নীড়ে ফেরা পাখিদের ক্লান্ত ডানায় নেমে আসে
যুগল প্রেমের নেশাতুর জ্যোৎস্নার প্লাবন
স্বপ্নালু চোখে জীবন জাগে মহাকালের গর্ভে!
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল : ২৬শে মার্চ, ২০২৩