'করোনা' ভাইরাস,
তুমি মহাজাগতিক বিস্ময়
চারিদিকে ত্রাহি ত্রাহি রব
বিশ্ব জুড়ে মৃত্যু মিছিল...
কে যায়,...কে রয়!
তোমার অপরিসীম ক্ষমতা
ভালোবাসায় পাইনি একতা
তোমার ভয় দিয়ে গেলো
'একতাই শক্তি'-র বারতা।
হঠাৎ শুচিবাই আকাশে বাতাসে
বিশ্বের মুখ ঢেকে গেছে মুখোশে
তুমি নারী-পুরুষ জানো না
তুমি ধনী-নির্ধন মানো না
তোমার নেইতো জাতের বালাই
কে হিন্দু, কে মুসলমান বা খ্রিস্টান
তোমার কাছে সবাই মানুষ ধন
এই পৃথিবীর সবাই সমান।
হে 'করোনা', তুমি চলে যেও...
কিন্তু, রেখে যেও তোমার ভয়
তোমার ভয়ে বহুজাতিক সাম্যে
বিশ্ব-মানবতার হোক জয়!
21st April, 2020
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।