রাস্তার ধারে দাঁড়িয়ে অবাক হচ্ছি
অবাক হচ্ছি এই শহরে
দৃশ্য পাল্টাচ্ছে ছবির মতো
নতুন থেকে নতুনতর—
অথচ, রক্ষণশীল মন আঁকড়ে ধরে থাকে পুরনোকে
পুরনোর মধ্যেই জন্ম নেয় নতুন
লিখে দেয় আগামীর ভাষা
জানলা দিয়ে ঢুকে পড়ে আলো
বাতাসে ভাসে আশ্চর্য ভবিষ্যৎ
কপোতাক্ষের ঘোলা জলে মিশে যায় জীবনের গতি-প্রকৃতি
ফলতার সরু রাস্তা মিশে যায় এক্সপ্রেসওয়ে-তে
চলে গেছে হাজার স্বপ্ন, আবেগ.. বাস্তবতা, জীবন-প্রকৃতি
দিন মাস বছর শতাব্দী পেরিয়ে যায়
অজানা বিস্ময়ে আমরা রূপান্তরের নামতা পড়ে চলেছি
নাকে এসে লাগে কামনার মাতোয়ারা গন্ধ
রহস্য ভেদ করে এগিয়ে চলেছে পুঁজিবাদ, আধিপত্যবাদ..
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল : ০১|০৩|২০২৩