🍁
ক্রমেই নিভে আসছি
জ্বলে থাকার রসদ পুড়ে পুড়ে
তলানিতে বিলীয়মান...
অবশ্য—
দুঃখ-প্রকাশ সেকথা বলে না কিছুতেই
সংক্রামক মুখোশে ঢেকেছি মুখ।

🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ২৩ নভেম্বর ২০২৪