কতো পরিকল্পনা, কতো আয়োজন
কতো শ্রমের বিনিময়ে...
গড়ে ওঠে নির্মাণ।
এতো আয়োজনের মাঝেও,
কেন যেন আমরা ছুটে ছুটে চলেছি
এক বিনাশের দিকে...
শুনি ধ্বংসের পদধ্বনি,
দেখি রক্তাক্ত পদচিহ্ন!
পাখি দু'টি জড়ো করেছিলো
ঠোঁটে নিয়ে ডালপালা
বেঁধেছিলো বাসা,
ডিমে তা দিতে দিতে
ডানা ঝাপটিয়ে গাইছিলো গান...
বিধ্বংসী ঝড়ে উড়ে যায় বাসা
ভেঙ্গে যায় ডিম, ভবিষ্যৎ প্রজন্ম...
থেমে যায় কলতান!
এভাবেই হৃদয় ভেঙে ভেঙে যায়...
এভাবেই ভাঙন এসেছে কতোবার
হয়তো আসবে আবার...
তবু, কিভাবে যেন বেঁচে যায় কতো প্রাণ
টিকিয়ে রাখে অস্তিত্বের লড়াই চিরকাল...
ওরা যে আশ্চর্য প্রাণ,
বেঁচে থাকাই প্রাণের অধিকার!
তাই, এতো আয়োজন...
এতো শ্রম, যতো লড়াই-সংগ্রাম
এতো আশা-ভালোবাসা, জীবনের গান...
তাই তো , বারবার, ... পুনর্বার...
জেগে ওঠে সৃষ্টি, ... গড়ে ওঠে নির্মাণ!
26th মে, 2020
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।