বেচারা জনগণ! সবাই যেন মশা-মাছি, কীট-পতঙ্গ
সপাট চড়ে কিংবা পায়ের চাপে মেরে ফেলাই যায়,
নেহাত কথা না শুনলে, একটু বেগড়বাই করলেই
রাষ্ট্রযন্ত্রের গোলা-বারুদে নিশ্চিহ্ন করা যায় সহজে।
প্রতিবেশীরা দেখুন, কী আশ্চর্যজনক ভাবে নির্বাক!
গলার স্বর থেকে সরে গেছে চেতনার নিজস্ব সুর,
নির্বাক মাথাগুলো শেখানো সুর গিলছে এক ঢোঁকে;
হিমায়িত সংশয়ে ওরা আপোষ শিখে নিয়েছে বহুকাল!