এই পথ ধরে সোনালি রোদ আসে
এই পথ সবুজ ধানখেতের আলপথ
রৌদ্রস্বভাবী প্রাণের পরিসর রচনা করে গেছে
এই পথ বহুকাল...
শূন্যে ধাবিত ডানা গাজনের বাজনায় কাঁপে
পাখিপালক উড়ে আসে ডালে ডালে ভ্রমণে।
চাঁদের গ্রহণ লাগার কিছু আগে
রিক্ততার ঘাসে ঘাসে সোনার হরিণ
কবে প্রাণে দোলা দিয়ে চলে গেছে নিঃশব্দে!
তবু, গোচারণ ভূমির লতাগুল্মে আজও
কিছু কিছু তৃণভোজী প্রত্যাশা জেগে আছে
গোধূলির অস্তরাগে পড়ন্ত ভূমিকার শেষে
তখনও চরম ভাবনাগুলি যেভাবে বেঁচে থাকে
আত্মমগ্ন রচনার ভোরে, রচনাপরম্পরায়...
🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ১০|০৫|২০২২