শান্তি ফিরুক,
চেনা ছন্দের গতিতে
সেই চেনা গতিপথে।
শান্তি ফিরুক,
বিষন্নতার মেঘ সরিয়ে
সূর্য সোনা রঙ ছড়িয়ে।
শান্তি ফিরুক,
রাজনীতির দুর্বৃত্তায়ন মাড়িয়ে
শয়তানের দাঁত নখ গুঁড়িয়ে।
শান্তি ফিরুক,
'নো স্যানিটাইজার', দূরত্ব বিহীন
করমর্দন আলিঙ্গনে অমলিন...
মুখোশহীন সুন্দর মুখে সৌখিন!
7th মে, 2020
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।