🍂
নদীপ্রবাহের শব্দ – কুলুকুলু, তির-তির
সেই বহমান স্রোত থেমে গেছে নদীর বাঁকে
মাঝনদীতে চর জেগে উঠছে আজকাল
হোগলার বন, পানা, শ্যাওলার আধিপত্য
পিচ্ছিল ব্যাঙের ছাতা গজায়
উভচর প্রজাতির প্রাণীরা হানা দেয়
কিশোরী নদীটি মাঝপথে জখম
কালের অন্ধকারে পায়চারি করে অন্তর্ঘাত
স্থাবর-জঙ্গমের রহস্যময় শব্দরাজির ভেতর
বাষ্পের বৃত্ত হয়ে যেভাবে
ফিরে যায় জল উৎসের কাছে;
আমিও গোবেচারা বিমর্ষ এক প্রৌঢ়
সব দেখেও, না-দেখার ভাণ করে, অগত্যা
চুপচাপ একা একা, ঠিক ফিরে আসি ঘরে!
🍂
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ২৫ নভেম্বর, ২০২২