🍁
তুমি যাকে অবহেলা বলো
আমি তাকে বলি অপেক্ষা...
গোধূলির অস্তরাগে পাখিদের মতো ক্লান্ত ডানায়
ঘরে ফিরে আসা, ওরাও জানে ভালোবাসা!

🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ১৬|০৬|২০২৩