লোভাতুর জিভের ডগায় মৌ ঝরে
মাছি, পিঁপড়েরা সব ঘুর ঘুর করে
মধু আস্বাদনের সুযোগ পেতে পেতে
কখন যেন ওদের পিঠে ডানা গজায়
তারা ফরফর করে উড়তে থাকে, তবে
ওটাই ওদের মৃত্যু-সংকেত কিনা জানি না!
পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ বলে
আমরা যতই গলা ফাটাই না কেন
গণতন্ত্রে আমাদের আর সুখের বিষয় নেই
সেখানে এখন পেশীশক্তির মৃগয়াক্ষেত্র
হয়তো, পিছিয়ে পড়া মানুষের জন্য
দেদার ঢালাও সব প্রতিশ্রুতি আছে
উন্নয়নের সোচ্চার দাবি আছে
রেশন আছে, ত্রাণ আছে, বন্টন আছে
ভোট নামক গণতান্ত্রিক উৎসব আছে
কিন্তু, মেলা আছে আর খেলাও আছে
মালকড়ি আর অর্থনীতির পাশাখেলা
অসম-বন্টনের ফাঁক-ফোঁকর গলে
মৌচাক আর লোভাতুর জিভের খেলা
বুজরুকির খেলা, রং-তামাশার খেলা..
আর কী আশ্চর্য দেখুন, আমরা কিছুতেই
এই রং-তামাশা থেকে বেরোতে পারছি না!