চকোলেট বিস্বাদ লাগে,... আজ তোমায় ছাড়া!
অথচ, একদিন ছিলো কতো হৈ-হুল্লোড়, ...
কতো খাওয়া-দাওয়া নিয়ম ছাড়া!
"রোজ-ডে"-তে পাঠিয়েছি কতো গোলাপ,
"চকোলেট ডে"-তে কতো চকোলেট...
আজ আলো নিভে গেছে, সবকিছু ম্রিয়মান!
রাস্তা থেকে ফুটপাথে ঘেরা এই শহরে
আমরা বেঁধেছিলাম একদিন ঘর
রাস্তা থেকে কেউ কেউ উঁকি দিয়েছিলো আমাদের ঘরে।
দেখেছিলো এলোমেলো অবিন্যস্ত বিছানার পাশে
আমাদের অগোছালো সংসার!
একটা টবে ঝিমিয়ে পড়া "মানি প্ল্যান্ট" লতা
তার পাশে আলমারি, তার পাশে টিভি
তার পাশে কিছু সাদা-কালো রং-চটা ছবির মাঝে
আমার মায়ের ছবি!
অভাবের সংসারে চলছিলো টেনেটুনে মিলে-অমিলে
জীবনের হঠাৎ বাঁকে ভোর-রাতে তুমি হারিয়ে গেলে
আজ, কালো আকাশ ঘরের দেয়ালে দেয়ালে!
যতো আঘাত তুমি দিতে পেরেছো আমায়
লেখা আছে আমার ভগ্ন-হৃদয়ের পাতায়
লিখে ফেলি আমার কাব্য-কবিতায়, গানে...
হয়তো বা অন্য পৃথিবীর জন্যে!
প্রণয়ের বেদনা জমা হয় নীরব ক্ষুধার আধারে
আজ বসন্তের বাতাসে ফেরায় না তো কিছুই
যা কিছু লিপিবদ্ধ আছে হৃদয়ের গোপন ইশতেহারে!
আজ ফাগুনের হাওয়ায় হয় কতো কিছু বিনিময়
কতো ভালোবাসা বিনিময়...
কতো গোলাপ, কতো চকোলেট বিনিময়!
চকোলেট চিহ্ন রেখে যায় তার, ঠোঁট ও গালের দাগে...
সত্যি, তোমায় ছাড়া, চকোলেট বড়ো বিস্বাদ লাগে...!!
9th February, 2019
কলেজ স্ট্রিট, কোলকাতা।