#লিমেরিক
দুর্গাপুজোর ছুটিতে বাড়ির পথে পা বাড়াই কি এক অপার্থিব মায়ায়
সীমাহীন আনন্দে ভরে ওঠে বুক ঘরে ফেরার আনন্দ-আশায়
ফি বছর মা আসেন একটিবার
সারাটা বছর প্রতিক্ষায় থাকি, ...
চিন্ময়ী মা জড়িয়ে ধরে বুকে হলুদ-মাখা দুটি হাতে অনন্ত ভালোবাসায়!
4th October, 2019
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।