পুলিশের গুলিতে ঝরে গেলো রাজেশ, একটা ফুল
কতো রাজনীতি, কতো বিবৃতি,..কে ঠিক, কে ভুল!
আমরা জানি, ঝরে গেছে তাজা প্রাণ, সে ছাত্রপ্রাণ
বিচার যা খুশি করো,.. গাইছিলো সে দাবির গান।
মানুষ ঘুমায়, পৃথিবী ঘুমায়, রাজেশরা থাকে জেগে
পেতে দেয় বুক, হৃদয় জ্বলুক, ঝঞ্ঝা যতোই বেগে।
গান গায় ওরা ধারালো স্বর ও সুরে, ওরাই তো রাজেশ
তোমরা সত্যিটা ঢাকো বেশ, ধরো তঞ্চকতার ছদ্মবেশ!
পুলিশরা!... তোমরা চিরকাল করো শাসকের দাসত্ব
রাজেশরা বুক পেতে নেয় বুলেট, বীরসেনানীর মতো।
রয়েছে যতো ভ্রূণ, হবেই আগুন, রাজেশের পথ ধরে
বিশ্বাস তাই, আজও টের পাই, থাকিনা ঘুমের ঘোরে।।
23rd September, 2018
কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র উপনগরী।