🍁
ওই দেখা যায় তেরো-চূড়া রথ
আর বেশি নয়, বল?
প্রতিটি বছর রথের মেলা
বসেই মহিষাদল।
ঊর্ধ্বশ্বাসে ছুটছে সবাই
টানবে রথের রশি
মিলবে না রথ টানার সুযোগ
দেরি হলে খুব বেশি।
জয় জগন্নাথ, জয় জগন্নাথ
আসছে ধ্বনি ভেসে
সবাই যেন চাইছে যেতে
মহাপ্রভুর দেশে।
রথের রশি টানার সুযোগ
একবার যদি হয়
সবাই ভাবে তার মতো কেউ
ভাগ্যবান আর নয়।
মেলায় গিয়ে গরমাগরম
চপ, বেগুনি খাই
পাপড় ভাজার স্বাদের মতো
আর কিছুতে নাই।
ছানার মুড়কি, জিভে-গজা
লালমোহন সরভাজা
মন্ডা-মিঠাই সবার মাঝে
জিলিপিটাই রাজা।
আম কাঁঠালের আমোদ-গন্ধ
ভাসছে দেদার হাওয়ায়
সবার কাঁধে একটা কাঁঠাল
বাড়ি ফেরার সময়।
নাগরদোলার বিশাল চাকা
বন্ বন্ বন্ ঘোরে
সবাই চাই যে আকাশ ছুঁতে
নাগরদোলায় চড়ে।
বাঁশিওয়ালা বাজায় বাঁশি
রঙিন বেলুন ওড়াই
রথের মেলার মজা, আনন্দ
আর কোথাও নাই।
আকাশ জুড়ে মেঘ করেছে
বাড়ি ফিরে আসি
মায়ের কোলে বাজাই বসে
মেলায় কেনা বাঁশি!

🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ০৪|০৭|২০২৪