🍂
রাত্রির কাঠগড়ায় বোমার আওয়াজ
চুড়ি ভেঙে পড়ার শব্দ সেখানে নেহাতই ক্ষীণ
দেশ-কাল-মাটিতে নিদারুণ কষ্টের দাগ
অবিরাম রক্তক্ষরণ— পিঁপড়ে, মাছিদের উল্লাস।
ক্ষতবিক্ষত পাহাড়ের খাঁজ ফুঁড়ে জেগে থাকা
কাঁটাতার স্বদেশের সীমান্ত আঁকে
জল ছাড়া রক্তপ্রপাতের কোনো শব্দ নেই
তাই আমাদের শীতঘুম ভাঙেনি কোনোদিন।
ইঁদুর-মারা খুড়োর কলে চকোলেট মাখে কারা?
চকোলেটের সুঘ্রাণ ছড়ালে বিস্ফারিত চোখে
ছুটে আসে ক্ষুধার্ত শিশুরা, আর ঢুকে পড়ে
কৃৎকৌশলের নকশার প্যারাডক্সের ভিতর
তারপর, দৃশ্যান্তর বার্তায় শিশুদের ছবি ছাপা হয়
পেছনের দৃশ্যে তখনও তাদের ক্ষুধার লালা ঝরে...
🍂
*(সংরক্ষিত)
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ১৮|০৭|২০২৪