🎋
একটা বুনোফুল সবার অলক্ষ্যে
সরল ও উদ্ধত হয়ে ফুটে আছে
লোকলৌকিকতায় কেউ নেয় না
হা-হুতাশ নেই, আছে একটা বুনোপ্রতাপ!

🎋
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ২৭|০৬|২০২৩