🍁
তোমার যাতায়াত তেমন নিয়মিত নয়
অবসরে অনাদরে গড়িয়ে পড়ছে ভাঙা আদর
বহুদূরে অক্ষরেখা, ... প্রেমের মতো
গহীন ঋতুগুলি পেরিয়ে যাচ্ছে পূর্বাপর!

🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ১৯|০৬|২০২৩