ঘর ভেঙেছি, দেশ ভেঙেছি
সীমান্তের কাঁটাতারে
সবুজায়ন ভেঙেছি নগরায়নে
সভ্যতার হাত ধরে।
ব্যস্ত জীবন, ব্যস্ত শহর
রঙিন সাইনবোর্ডের ভাষায়
থাকি বহুতলের ছোট্টো খাঁচায়
শুকনো মিথ্যে ভালোবাসায়।
ভাঙছে সম্পর্ক, ভাঙছে মনের বাঁধ
হৃদয়ে কেবল চোরাবালি
মনের খাতা হচ্ছে ভরাট
জমছে অবাধ্য চুনকালি।
ভাঙতে ভাঙতে 'ওয়ান এ্যান্ড ওনলি'
আমরা এখন 'নিউক্লিয়ার ফেমিলি'।
এখনো ভাঙছি কবিতা
কবিতার শরীর জুড়ে ক্ষত
কিছুই তো গড়তে পারিনা
ভাঙছি নিজেকে অবিরত।
তবুও জীবনের খেলাঘর বাঁধি
পুতুল সাজাই নিজের হাতে
ভাঙার খেলা চলতেই থাকে...
মনের অবুঝ ধারাপাতে!

🍂
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ২২|০৯|২০১৯