🍁
ভাত কাপড়ের চিন্তা ছাড়া
আমাদের মনে আর কোনো ময়লা নেই
তবু খুব ভয়ে ভয়ে থাকি—
দেবী বানিয়েছি যাকে
সে যদি সব স্রোত কেড়ে নেয়?
মনের ভিতর তাকে লালন করি
নিজেকে আড়াল করে, তাকেই দেখি
বুনোফুলের মতো স্নিগ্ধ রূপ তার
রূপের চেয়ে গন্ধ বেশি, রহস্য অপার
শয়নে স্বপনে জাগরণে শুধু মধু পান করি
মগজে বেদম মধু-গন্ধ মায়া জ্বলে
চরম নেশাখোরের মতো ঢুলু ঢুলু চোখে
কেমন মগজহীন, মুহ্যমান মূক হয়ে যাই!

🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ১৩|০৬|২০২৪