আবার একটা যুদ্ধ, আবার রক্তপাত!
ইতিহাসের রাজপথে উড়েছে কত ধূলিরাশি
ঝরেছে রক্ত কত, বয়ে গেছে অশ্রুনদী।
হৃদপিন্ডে শুধু রক্ত ঝরানোর রক্ত আছে,
আর ওদের হাতে আছে প্রাণঘাতী শক্তি।
মরুঝড়ে, পাহাড়ী ধ্বসে সাময়িক থমকে গেছে
ট্যাঙ্কের গতি, সাঁজোয়া বাহিনীর অগ্রগতি।
সেনাবাহিনীর সৈনিকরাও মানুষ, তাই
আধোঘুম চোখে জিরিয়ে নেয় কিছুক্ষণ..
তারই মাঝে দেশ থেকে পিচ্ছিল পথ বেয়ে
পালিয়ে যায় ওরা কারা, হিসেব কষে
আর, দূরবীন নিয়ে বসে,
উল্কাবেগে ওই ছুটছে কারা?
শহরের অলিগলি ফুটপাতে,
বন-বাদাড়ে, অরণ্যের দাবানলে
পাহাড়ের উদ্ভ্রান্ত ঝরনায়, পাথরের শানিত ফলায়;
অগণিত নিপীড়িত জনস্রোতের রক্তস্রোতে!
এভাবেই, মহাকালের ভিতর আগমন প্রস্থানে
হারিয়ে যায় কিছু মানুষের ছোট ছোট মুহূর্তযাপন!
তবু, কিছু মানুষ অন্যায়ের টুঁটি চেপে
ঠিক মাথা উঁচু করে দাঁড়ায়,
ওরা খুঁজে নেয় ঘাম-রক্ত ভেজা পথ
ওরা খুঁজে পায় রক্তঝরা রোদ্দুর;
.. ন্যায় ও সত্যের বারান্দায়!


টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল : ২৪|০২|২০২২