চারদিকে আজ বড়দিনের উৎসব
হ্যাপি উইশ, হ্যাপি ক্রিসমাস রব
ফুটপাতের রোগা ন্যাংটো ছেলেটা
বিস্ময় চোখে তাকিয়ে দেখে নীরব!
রেস্তোরাঁ-তে কেক, প্যাস্ট্রি, বার্গার
মদের ফোয়ারা,... হাতে সিগার,
বস্তিতে কেউ ধুঁকে ধুঁকে মরে
সারাদিন ধরে আছে অনাহার!
নির্মম ক্লেশে কাটে ওদের প্রহর
দিন যায়,... নির্ঘুম রাত হয় পার,
উৎসব, পার্বণ আসে আর যায়
পাশাপাশি জীবনের অদ্ভুত সমাহার!
সূর্যের আলোক না পায় যদি
জ্যোৎস্না তো পেতে পারে!
জীবনের স্বাদ পায় না ওরা
শুধু স্বপ্ন দেখে যায় বারেবারে!
বিশ্বাস নিয়ে হৃদয় খুঁড়ে মরে
জীবন শুধুই প্রতারণা নিয়ে ফেরে,
পাখিরা কি গান ভুলে যাবে তবে
ফুটবে না ফুল, আলো নিভে যাবে?
কতোটা জীবন ক্ষয় হবে আর
অপেক্ষায় জেগে কতোকাল আর ...
প্রত্যাশা রাখে তবু বেঁচে থাকার।
উজ্জ্বল চোখে প্রত্যয় নিয়ে আজও তাই
হাতে ধরে থাকে ওরা, বিশ্বাসী হাতিয়ার!!
২৫-শে ডিসেম্বর, ২০১৮,
কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র উপনগরী।