বিসর্জনের বাজনা বাজে
ঢাকের তালে
মা'কে বিদায় সিঁদুর খেলায়
চোখের জলে
ধুয়ে যায় আনন্দ হাসি গান
শূন্যতার অন্তরালে!
আশা-আকাঙ্ক্ষার প্রতিক্ষায়
মানুষ তবু চেয়ে রবে
হৈচৈ কলরবের আনন্দমেলায়
আসছে বছর আবার হবে!
8th October, 2019
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।