হে বিদ্রোহী কবি নজরুল ---
তুমি উৎপীড়িতের কবি, সংগ্রামী কবি
তুমি চির বিদ্রোহী চেতনার জ্বলন্ত প্রতীক
পরাধীনতার বিদেশী শাসন-শোষণের বিরুদ্ধে
বিদ্রোহের বার্তা ছড়িয়েছ দিকে দিকে
বাজিয়েছ তোমার অগ্নিবীণার ঝংকার
সাম্প্রদায়িক ভেদাভেদ, জাতপাতের বিরুদ্ধে
শ্রেণি শোষণ, নারী-পুরুষ অসাম্যের বিরুদ্ধে
দ্রোহ ছিল তোমার আজীবন ধ্যান-জ্ঞান
ছিল তোমার জীবনের নিজস্ব অভিজ্ঞান
সমকালীন জীবনযন্ত্রণা কে দিয়েছ ভাষা
ভেঙেছ কবিতার চিরকালীন প্রচলিত ধারণা
দিয়েছ নতুন এক নান্দনিকতা, এক স্বতন্ত্র পথ
কবিতায় তুমি ছক-ভাঙা এক নতুন ব্যাকরণ
দ্রোহের ভিন্নতর দৃষ্টিকোণের উচ্চকিত উচ্চারণ
তোমাকে জানাই আজ বিনম্ৰ প্ৰণাম অগণন!
**(বিদ্রোহী কবি 'কাজী নজরুল'-এর জন্ম-জয়ন্তীতে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি)