ভরসা রাখো,
কাঁধে হাত রাখো
চোখে চোখ রাখো
দূরে চলে গেলে
দূরবীণে চোখ রাখো
মহাদেশ পাড়ি দিয়ে
তৃষ্ণার্ত হয়ে খুঁজে দেখো...
বিকেল আর সন্ধ্যের মাঝখানে
অস্তরাগের দূর আকাশ পানে
দূরবীণে দূরছায়ায় চোখ রাখো
আমার হৃদয়ের কুঁড়েঘরটিতে
আছে অপেক্ষায় একটা চড়াই
নিভৃতে আনমনে, জেনে রেখো...
যে অনেক বেশি রোমান্টিক
ভিনদেশী পরিযায়ীদের থেকে
প্রগাঢ় বন্ধনে নিবিড় প্রণয় মেখে
চোখ বুজে প্রবল চুম্বন এঁকে...
গভীর অনুভবে পুনর্বার দেখো...
কাঁধে হাত রাখো
হৃদয়ে হৃদয় রাখো
বিনম্র বিশ্বাস নিয়ে...
... ভরসা রাখো ...!
4th August, 2019
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।