আজও প্রতি পূর্ণিমায় চাঁদ এসে চলে যায়
এখন প্রেমিকার মুখ দেখি নিয়ন আলোয়।
জোছনাকে মনে নেই কতোকাল,.. ভুলেছি সব
এই নাগরিক শহরে আজ রঙিন আলোর উৎসব।
রাজপথে পথ হারিয়ে আসেনা কোনো চঞ্চল হরিণ
কংক্রিটের বন্ধ্যা শহরে স্বপ্নেরা জন্মায়নি বহুদিন!
সন্ধ্যা নামলেই গলিতে পরিকল্পিত অন্ধকার নিকষ
সরীসৃপ জাতীয় প্রাণীদের পরিত্যক্ত বর্ণিল খোলস!
খদ্দের-দালালের ফিসফাস, চলে দরদাম আপোষ
দাম দিয়ে ভালোবাসা কেনে শহরের অতৃপ্ত মানুষ।
ভালোবেসে প্রিয়ার খোঁপায় গোঁজেনা গোলাপ বকুল
মেকি প্রসাধনে ছেয়েছে বাজার আবেদনহীন নকল।
নারী-পুরুষ মুখ গুঁজে নেয়না ক্লান্তির ঘামের ঘ্রাণ
কৃত্রিম ভালোবাসার বিষ নিঃশ্বাসে জ্বালাময় দহন।
নাগরিক নর্দমার নালা বেয়ে বয়ে গেছে অকাতরে
জোছনার আলো কতো
দূর্গন্ধময় মানব-জমিনে পড়ে থাকে ভালোবাসা
গলিত লাশের মতো!
6th October, 2018
কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র উপনগরী।