কতোকাল একান্ত দাবির মিছিল করিনি
অব্যর্থ এই হাতে ছুঁড়িনি টিয়ার-শেল
কতোদিন দু'জনে পাঁজরে পাঁজর ঘষে
আগুন জ্বেলে উল্লাসে হইনি উদ্বেল!
কতোকাল দু' হাতে জড়িয়ে ধরিনি আলিঙ্গনে
মেশেনি তোমার নিঃশ্বাসে আমার নিঃশাস
জারিত হইনি চিরন্তন ভালোবাসার রসায়নে
দীর্ঘশ্বাস ফেলে করেছি কেবলই হা-হুতাশ!
মাতাল হয়ে লুটেরার মতো শুষে নিইনি
তোমার ফুসফুস থেকে সবটুকু বাতাস
দেখিনি জীবন,...নিকষ কালো অন্ধকারে
কাটায় কেমন, ভীষণ একা একটা মানুষ!
রাতের অন্ধকারে দূরে -
ওই নাক্ষত্রিক আকাশে আর কতোকাল থাকবো
কালপুরুষের মতো নিষ্ক্রিয় যোদ্ধার ভূমিকায়?
তুমিও কতোদিন থাকবে চোখের পাল তুলে
আঁধারের ঢেউ ঠেলে ঠেলে বিষাদিত দহনবেলায়?
প্রেমের স্বাচ্ছন্দ্যে বৈভবে থেকে মধুর আলিঙ্গনে
আজ পাঁজরে পাঁজর ঘষে জ্বালাবো আগুন দু'জনে
অনির্দেশ্য অনির্বচনীয় দহনজ্বালায় জ্বলে পুড়ে
জ্বালবো প্রেমের মশাল উজ্জ্বল গনগনে
ভালোবাসার একান্ত দাবি মেনে।।
12th October, 2018
কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র উপনগরী।