পথের মাঝে যাওয়া-আসা
বেণী দুলিয়ে নগরনন্দিনী,
চোখাচোখি, দু'চার কথা
মাস চলে যায়, বন্ধু মানি।
পাড়াপড়শির ঘুম ছুটে যায়
কানাকানি, ফিসফিসানি..
একদিনও কি ছুঁয়ে দেখে নি!
খোঁপায় গোঁজা কনকচাঁপা
ভেকধারী বৈষ্ণবী দাসী—
ব্যাঘ্র, বিড়াল হয় কি কখনো
নিপাট নিরামিষাশি সন্ন্যাসী?
যতই বোঝাই, সে আর আমি
সব কথাই হয় ফেলনা, বাসি,
ঘোরকলি-তে একি অনাসৃষ্টি!
বাজাই এখন তরুমূলে মোহনবাঁশি
সবাই দেখুক যুগল প্রেমের
সেই দুর্লভ ভালোবাসাবাসি,
আকাশ ভেঙে বৃষ্টি,
— নাকি পুষ্পবৃষ্টি!