সেদিন রিমঝিম
বৃষ্টি ঝরেছিলো অতর্কিতে
ছুঁয়ে দিয়েছিলে হাতে
বৃষ্টি ছোঁয়ার অজুহাতে!
চোখের ঈশারায়
কী যেনো চেয়েছিলে বলতে
বৃষ্টিতে ভিজে যেতে যেতে
সব আজ এলোমেলো অজান্তে!
হঠাৎ শরীরে
শিহরণ খেলে যায় আচম্বিতে
মন কেমনের মৌতাতে
ক্ষতি কি, আলিঙ্গনে ভেসে যেতে?
জলভরা মেঘ
এসেছিলো কাব্যে মেঘদূতে
ভালোবাসা আসে একান্তে
আনমনে, মনের কোনে নিভৃতে!
10th November, 2019
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।