ভালো থাক আমার শহর ...
আমার কবিতার সাথে বাঁধুক ঘর
সারাদিন ধরে ঝিরঝিরে অবিরাম বৃষ্টি
রাস্তায় জল জমে থৈ থৈ, ট্রাফিক জ্যাম
গাড়ি-ঘোড়ার সাথে থেমে যায় জনজীবন
রোজকার জীবনে জীবন-যন্ত্রণার অনাসৃষ্টি!
ঠান্ডা লেগে জ্বর-কাশি, ... বুকের কফ উঠে আসে
এভাবেই একটু একটু করে মরে যেতে যেতে বাঁচি!
তবুও, ব্যক্তিগত কিছু স্বপ্ন নিয়ে চলি ...
মনে মনে কথা বলি, দোল খায় মনের কথাকলি
আমার শহর ডেকে নেয়, ... একা একা পথ হাঁটি
হঠাৎ আকাশ ভেঙে পাগল বৃষ্টি নামে
চোরা শিকারীর মতো ...
বুকের মধ্যে উত্তাল ঢেউ ওঠে উথাল পাথাল
শহরের চেনা গন্ধ, ... আর আমার ...
একফালি স্বপ্নের একদলা গন্ধ
মিলেমিশে একাকার বহতাময়, হয়ে যাই বিভোর!
স্মৃতির ছায়া মেখে গভীর শিকড়ের প্রগাঢ় টানে
বেঁচে থাক জীবন, .. ভালোবাসা, কবিতা-গানে
ভালো থাক মানুষ ... আপামর ...
..... ভালো থাক আমার শহর!
27th August, 2019
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।