🍂
নেহাত বেঁচে থাকা মানুষটা গরিব হলেও
একাকিত্বের একটা অবাধ্য সাম্রাজ্য আছে
শুকনো পাতার মতো নিঃসঙ্গ ঝরে যাওয়া
অথচ আছে উড়ে যাওয়ার অবাধ স্বাধীনতা
সে ফেরারী মন যৌবনবাউল, পরাজয় মেনে
নিঃশব্দে জারিত হয় মনকেমনের রোদেলা দহনে
জীবনের ফলকে ফলকে লেখা আছে কলঙ্ক-দাগ
অন্তহীন বিষাদের দগ্ধ চেনা অনুতাপে তবু কেউ
মিশিয়ে রেখেছে চির অভিমানী সুখ-রং...
কখনও সবার থেকে দূরে বিজনপ্রদেশে
নিরক্ষীয় সূর্যের প্রহার যখন নেমে আসে দেহে
গুল্ম থেকে গুল্মে ঘুরে বেড়ায় গ্রীষ্মের শেষ
ঘুর্ঘুরে পোকা, জীবনের একাকিত্বকে ডাকে
বাতাস দগ্ধ, কন্ঠস্বর ক্ষীণ, কী খুঁজে বেড়াও তুমি?
মাটি থেকে ওঠে বেঁচে থাকার ক্লান্তির দীর্ঘশ্বাস!
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ১৪ অক্টোবর, ২০২৩