সূর্যাস্তের আগে,... গোধূলি লগ্নে
প্রথম দেখেছিলাম তোমায়
কৃষ্ণচূড়ার রঙিন আভায়।
আজ সূর্যাস্ত দেখি
লাল গোলাপের মৃত্যুতে গোলাপ-বাগিচায়,
সূর্যাস্ত দেখি হংস বলাকার নির্জীব পাখনায়!
আজকাল সূর্যাস্ত দেখি
সন্তানহারা মায়ের ক্রন্দনে,
শহীদের দেহ আগলে প্রিয়ার বাহু-বন্ধনে!
আজ সূর্যাস্ত দেখি
স্বৈরাচারের লাল পাথর ঠুকে
রক্তে রাঙা মাটির বুকে,
অনাহার-ক্লিষ্ট মানুষের চোখে!
আজ ধীর পায়ে সূর্যাস্ত আসে
তোমার চিরতরে চলে যাওয়ার পথ ধরে
পৃথিবীটা'কে আস্ত ডুবিয়ে দিতে অন্ধকারে!
তোমাকে দেখিনা আর ফাগুনের রাগে
তোমার আমার... রাগে-অনুরাগে,
তোমাকে দেখিনা আর আকাশের অস্তরাগে
সেই গোধূলি লগ্নে,... সূর্যাস্তের আগে!!
14th January, 2019
কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র।