তোমাকে এনে দাঁড় করাই
একটা ভালোবাসার বারান্দায়।
অবলোকন করি—
তোমার অপরূপ দেহসৌষ্ঠব রাতভর,
রঙ-তুলি নিয়ে ক্যানভাসে
অবাক বিস্ময়ে তোমার যত চিত্রপট আঁকি।
সেইসব চিত্রপট কিনে নেয় পয়সাওয়ালারা
ওরা লোভাতুর ভীষণ, ক্ষুধাকাতর, তৃষ্ণার্ত বড়!

যুগ যুগ ধরে—
এমনই লোভী আর ক্ষুধার্ত করে রাখে ওদের
পৃথিবীর অপরূপ তাবড় সব সুন্দরী রমণীরা!