সেদিনটি ছিলো বাইশে-শ্রাবণ
ছেড়ে গিয়েছিলে এ বিশ্ব ভূবণ
কেঁদে ছিলো আপামর বাঙালি
সমস্ত ভারতবাসী জনসাধারণ।
আজও সেই দিন বাইশে-শ্রাবণ
বাইরে শ্রাবণ ধারা মেঘ গর্জন
তোমার সুরে ডুবে যাই গভীরে
তুমি বিহন আজ শান্তিনিকেতন।
তুমি মৃত্যুন্জয়, আছো অমৃতলোকে
তুমি আছো তোমার সুরে কণ্ঠভরে
তুমি আছো প্রভাতে, রবির কিরণে
আছো তুমি আমাদের হৃদয়ে অন্তরে।
আছো দুই বাংলার মিলনে বন্ধনে
রক্তে মননে, আছো জাতীয় সুরে
দিয়েছো বাংলাকে আন্তর্জাতিকতা
করেছো সমৃদ্ধ সাহিত্যের সম্ভারে।
পঁচিশে বৈশাখে, বাইশে-শ্রাবণে
দাঁড়িয়ে রয়েছো গানের ওপারে
তুমি রবে তোমার কবিতা গানে
প্রণাম আজি অশ্রু বাদল সম্ভারে।।
8th August, 2018
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।