🍁
জীবনে অনেক উঁচুতে উঠতে চেয়েছিলাম
একটু আলো পাওয়ার জন্য
তাই জ্ঞান হওয়ার পর থেকেই
আকাশে ওড়ার পাঠ নিয়েছি অনেক
কৃত্রিম ডানায় ভর করে উড়ান দিয়েছি বহু
দেশ থেকে দেশান্তরে।

জীবনের শেষ পর্বে এসে মুখ থুবড়ে পড়েছি
মাটিতে চেয়ে দেখি, -- দু'টি লাল পায়ের ছাপ
আলো ভেবে, দু'হাতে ধরতে যাই
দূরে চলে যায়, ক্রমবিলীয়মান...
আলো বলে যা ভেবেছি, তা বোধ হয়
বহুদূরের আকাশ থেকে
প্রাচীন কোনও নক্ষত্রের খসে পড়া ভ্রূণ
পৃথিবীতে তার পুনর্জন্ম হবে বলে!

তাই আজ — উৎসে ফেরার বাসনা
আসলে, ভুলেই গিয়েছিলাম—
কতটা উড়ান উড়লে মাটিতে পা রাখা যায়!

🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ৩০|০৯|২০২১