🍁
রেল-লাইনের পাশে ঝুপড়ির সংসার
কিছু নিরন্ন দিন, আধিভৌতিক রাত
জীবনবাজি খেলতে খেলতে দূরত্বের
ছায়ায় মিশে যায় ঘরের মানুষ...
রোজ ঘর্মাক্ত ফিরে আসার ব্যবধানে
পড়ে থাকে নির্যাসিত ঘ্রাণ, কিছু
অনুভূত শব্দ ও ধ্বনি, পড়ে থাকে ছায়া
দিগন্তের কাছে বাঁক ঘুরে ট্রেন আসে
সবুজ হয় সিগন্যাল, ট্রেন চলে যায়
নামমাত্র দরজার অর্গল খুলে
অপেক্ষার প্রহর শেষে ঘরে ফেরে
বিধ্বস্ত ভাঙাচোরা মানুষ, নিজের মানুষ।
এভাবেই রয়েছে ভালোবাসা—
অপেক্ষায় ভয়ে উৎকণ্ঠায় পাহারায়
রাতবিরেতে আঙুলের স্পর্শ অনুভব ছুঁয়ে
গেঁয়ো অভিমানে উষ্ণতার কাছে
সম্পর্কের আত্মসমর্পণে — যতক্ষণ না
নিশ্চিন্তে ঘরের মানুষ বিছানা পেতে শোয়।
🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ০৩|০৮|২০২৪