(বাবাকে শ্রদ্ধাঞ্জলি)
🍁
বাবা, নয় তো শুধু জন্মদাতা
বাবা মানে মাথার ওপর ছায়ার ছাতা।
বাবা মানে রক্ষাকবচ নিরাপত্তা
আদর্শে মাথা উঁচু করা ব্যক্তিসত্তা।
বাবা মানে শুধু আবদার বায়না
মানুষ হয়ে ওঠার অনুপ্রেরণা।
বাবা মানে গুরুগম্ভীর স্থিতধী
অন্তরের লুকোনো কান্নার জলধি।
বাবা মানে হিমালয়ের বিশাল ব্যাপ্তি
দুঃখের বালুচরে তুমিই অমরাবতী।
আজও পাই তোমার নিঃশ্বাসের ঘ্রাণ
স্মৃতির পাতায় রবে তুমি চির অম্লান।
তুমিই মহাসংগ্রামী এই জীবনের ব্রতী
তোমার পায়ে আমার শত-সহস্র প্রণতি!
🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ২১|০৬|২০২১