🍁
তিন ভাগ কালো, এক ভাগ আলো-কে ঘিরে ধরে জবরদখল করতে চাইছে। এই ঘটনা দেখে, আর লিখে রাখে আত্মরতির মায়া না-ছেড়ে যাওয়া একটা চলমান লেখচিত্র। ঘটনারা সবাই চলে যায়, বৃষ্টিও চলে যায়। অবধারিত ভারসাম্য রক্ষার দায় নিয়ে আকাশের সমান হতে চাওয়া ঝোপঝাড় তার কালো অন্ধকারে দিব্যি লুকিয়ে নেয় কীটপতঙ্গ, পোকামাকড়, চারপেয়ে অথবা সরীসৃপ। গভীর সন্তর্পণে নিজেকে লুকিয়ে রাখতে গিয়েও কিছু অবাঞ্ছিত শব্দের বহিঃপ্রকাশ রেখে যায় গমনপথে, ওদের অজান্তেই।
এদিকে মৌরিগন্ধ হাওয়ারা কোনওরকমে নিজেকে সামলে নিয়ে ছুটে যায় সন্ধ্যামালতীর কাছে। মুহূর্তের ভ্রম ভেবেও সন্ধ্যামালতীর এত আলো তোমার এই কালঘুম স্পর্শ করবেই, আমি জানতাম।
🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ২২|০৮|২০২৩