মনের মধ্যে একটা সদাজাগ্রত বাসনা আছে।
সারাদিনমান, রাত্রিময় একটা উশখুশ কামনা,
উপরে ওঠার তীব্র আকাঙ্ক্ষা..
মদের নেশা কিংবা ধকধক আঁচের মত,
মৃদু অথচ উত্তেজক
ক্ষমতা! –ক্ষমতার সুউচ্চ মিনার!
স্বপ্নের ভিতর তার সিঁড়ি ভাঙছি এক-এক করে।

আলোর রোশনাই নিয়ে হাউই উড়ে যায় আকাশে।
অনেক উঁচুতে সে উঠে যায় অনন্তের মায়ায়
তারপর কোথায় যে মিলিয়ে যায়, কে জানে..
কেউ তার খবর রাখে না আর!
আমি কি সেই বোকা-হাউই,
যে অন্ধকারে হারিয়ে যাওয়ার জন্য
উপরে উঠেছিল, আরও উপরে, – ক্রমশ, ক্রমাগত..?
ঘাড় ঘুরিয়ে চারপাশে চেয়ে দেখি—
নিভে যাওয়া অসংখ্য মৃত নক্ষত্রের সমাবেশ!