যুদ্ধ শেষের অপেক্ষায়,
আছে দেশ, ... বিশ্ববাসী
সেই মাহেন্দ্রক্ষণের আশায় ...
মৃত্যু মিছিলের উপত্যকায়
বয়ে যায় সময়, ... নীল নিঃসঙ্গতায়
হাজার হাজার প্রাণ বেঘোরে যায়
'করোনা' ভাইরাস-এর মারণ থাবায়!
ঝঞ্ঝা যতোই আসুক, জ্বলুক হৃদয়
অশনির থাবা ভাঙবোই আমরা
একরোখা হয়ে আগ্নেয় স্পর্ধায়
প্রাণের স্পন্দনে জীবনের জয়গানে
আছি অটুট বিশ্বাস নিয়ে বুকে,
বিচ্ছেদ-বিচ্ছিন্নতার এই একতার মহাবিপ্লব, ...
নিঃশব্দ নিরস্ত্র যুদ্ধ শেষের অপেক্ষায় ...!
29th March, 2020
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।