এতো ব্যস্ততা তবু,
চোখ মেলে তাকাই কভু
ঘুম ভেঙ্গে আলোর ছটা
মেঘ ভেঙ্গে বৃষ্টির ফোঁটা
বাঁচার জোয়ার আনে
মুমূর্ষু প্রাণে প্রাণে!
এতো ব্যস্ততা তবু,
ধরা হাত ছাড়িনা কভু
হৃদয়ে খুঁজি বাঁচার মানে
বেঁচে আছি জীবনের গানে।।
9th July, 2019
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।