🍁
সভ্যতার আড়াল ভেঙে এখন আর কেউ
প্রকৃত বিদ্রোহ করে না তেমন
তবু ব্যক্তিগত আড়াল সরিয়ে কেউ কেউ নগ্ন হই অগ্নিশুদ্ধ হই, মেধাবী গন্ধে শব্দনীড় খুঁজি
তা না-হলে ফিরে পাওয়া যাবে না হারিয়ে যাওয়া কোনও আবেগ কিংবা সংবেদনশীলতা...
শব্দ-প্রণয়ের ভাষায় বর্ণমালাকে একে একে জীবনের সত্যের সাথে মিলিয়ে দিতে চাই
প্রকৃত বিদ্রোহের শেষে অপেক্ষা করে থাকে আনকোরা এক নতুন পৃথিবী
অলৌকিক আলোর প্রভাবে আমার পুনর্জন্ম হয়!

🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ২৪|০২|২০২৪