বিপর্যয়ের শেষে,
বিধ্বংসী ঝড়ের দানবীয় তান্ডবের
বিভৎস ছবি ভাসে,... একুশ শতকের
সেই যত্নে বাঁধানো পুরনো আয়নায়...
ভেজা চোখে ঝলসে ওঠে তার প্রতিচ্ছবি!
ক্ষুধার্ত-তৃষ্ণার্ত অসহায় মানুষের বেদনার
অতলান্ত সাগরে ভাসে লবণাক্ত স্রোত...
শিশুদের অ-আ-ক-খ পাঠশালা ঢেউ ভাঙে
জলোচ্ছ্বাসের বানভাসি প্রবাহে...
আহারের ছোলা-মুড়ি-চিড়ে ভেজে
বানভাসি জমা জলে মেষকালো দুপুরে...
দু'দন্ডের খড়কুটো তাঁবু ধরে অঝোরে কাঁদে
আশ্রয়হীন দ্বিখন্ডিত ব্যথিত ধূসর জীবন...!
গরিব-গুর্বোর ভোটে জেতা প্রগতির বাংলা...
এখনো ব্যস্ত ভীষণ, রাজনীতির কদর্য তরজায়...!
বিপর্যয়ের শেষে,
আবার একটা রাত্রি নামে,
চারিদিকে নিকষ-কালো অন্ধকার...
নেমে আসে বিরাট শূন্যতা,... প্রগাঢ় নিস্তব্ধতা!
অন্ধকার ছুঁয়ে,... নিস্তব্ধতা ছুঁয়ে মিলিয়ে যায়...
অসহায় নিপীড়িত মানুষের আর্তস্বর...
অসীম শূন্যতায়...
এভাবেই, ... বারবার, ... প্রতিবার ...!
24th মে, 2020
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।