🍁
শীত চলে গেছে বেশ কিছু দিন---
এখন ক্লান্ত দুপুর গড়িয়ে বাদামি বিকেল
ধূপছায়া অভিমানী মেঘে সান্ধকালীন বৃষ্টি নামে
ধুয়ে মুছে যায় সমস্ত দাগ, জমাট বাঁধা রক্তক্ষরণ।
বাস্তবতায় হোঁচট খেতে খেতে দুঃখের ঋতু
সরে যায় অনেক-টা দূরের কৌণিক দূরত্বে
বিষাদ উদযাপনের সময়টুকুও চুরি হয়ে যায়!
মাথার ভিতর হেঁটে যায় একবিংশ শতকের কুরুক্ষেত্র..
জলে ধুয়ে জিলিপির আড়াই প্যাঁচের পোড়া তেলে
কড়া করে ভেজে নিচ্ছি কলঙ্ক, আর পাপের ঘ্রাণ!
ফিরে আসে আবার সোনালি বিকেল
সুরে আর সুরায় আচ্ছন্ন রঙিন মেহফিল
বাজে রাগ মিশ্র ভৈরবী, তবলায় বোল ওঠে ত্রিতাল।
দেদার খেয়ে যাচ্ছি রাজনীতির নুন
এবং করে চলেছি ততোধিক কর্জ...
সহজ সত্যিটুকু সোজা ভাবে বলতে মানা
সবার মুখে তাই শেখানো বুলি,
"অশ্বত্থামা হতঃ -- ইতি গজ"!

🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ২০|০৩|২০২২