🍁
তোমাকে খুঁজতে গিয়ে
দাঁড়িয়েছি এসে, এক পথের বাঁকে
বাঁক মানেই এক সংশয় কিংবা আশা
কিনার ঘেঁষে ওপারে দেখার কৌতুহল
পথের বাঁকের শেষে গিয়ে দেখি
অসীম এক দূরত্ব জেগে আছে শুধু

আমাদের খোঁজা শেষ হয়
ক্ষীণ হয়ে আসে দেখার অস্তিত্ব
প্রহর শেষ হয়
তবু যেন মনে হয় তুমি আছ
আমাদের দেখার ওপারে..
অনুভবে সেই বর্ণ গন্ধ স্বাদ
বিশুদ্ধ এক আনন্দ, অসীমে.. অতলে..

🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ৩১|০৫|২০২৩