ভালোবাসি বলে,
আগুনে পুড়েছি প্রতিদিন
ভালোবাসি বলে,
রক্ত ঝরা পায়ে হেঁটেছি পথ অন্তহীন!
ভালোবাসি বলে,
হৃদয়ে এঁকেছি রক্ত গোলাপ
মেখেছি রঙ পাপড়ির ভিতরে রঙিন
ভালোবাসি বলে,
তোমাকে জড়িয়ে বাঁচি মনের গহীনে
অনুক্ষণ নিশি-দিন!

অথচ,
'ভালোবাসি',
বলোনি কোনোদিন,
ছিঁড়েছো শুধু পাপড়িগুলি
অবহেলায়, একটু একটু করে প্রতিদিন!

ভালোবাসি বলে,
গুনে চলেছি মৃত্যুদিন, পলে পলে প্রতিদিন!

29th June, 2020
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।