🍂
আমিও দেশে ফিরেছি।
নদীপার ধরে হেঁটে যাই
ভাঙা বাঁধ, বালির বস্তা ও পাথর
কুয়াশার ভিতর নিঃশব্দ নদীস্বর
ইটভাটা শিল্প, চিমনির ধোঁয়া দেখি
ইটের গায়ে ছাপ ওঠা নাম
সীতা, শ্যামা, লক্ষ্মী, বিষ্ণুপ্রিয়া।
নদীপারে মাটি-উৎসব, জনসমাগম
নদীস্নান সেরে নেব একা একা, মনে মনে
এখানে এখন কেউ বাড়িয়ে দেয় না হাত
এগিয়ে আসে না ঢেউ, জলনূপুর
কেউ বলে না ক্ষণ-সঙ্গমে অমরতার পথ।
নদীপার ধরে হেঁটে যাই
গাজনের বাজনায় কাঁপে পাখিপালক
দোয়েল শ্যামা ফিঙে নেই, পাখিডাক নেই
নদীচরের জল স্পর্শ করেছে গাড়ির চাকা
সানগ্লাস পরা তরুণ-তরুণী,.. জলকেলি।
সারি সারি ঘর, আবাস, জলজ সমাজ
জেলেনি দুয়ারে মাদুর পেতে বসায়
অবচেতনের স্তর ভেদ করে হঠাৎ
নদীপারের আবাসে ফোন বেজে ওঠে
রিংটোনে কোকিলের 'কুহু' আওয়াজ
কৃত্রিম হলেও জেলেনিটি পেয়েছে লাজ!
🍂
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ১৩|০৬|২০২৪