🍁
ফুরিয়ে আসছে জল
উপত্যকা জুড়ে অসহিষ্ণুতা
আমরা প্রায়শই সবিরাম, অথবা নিস্পন্দ
হয়তো আমাদের প্রধান জীবিকা আর্তনাদ
এবং অযথা ক্ষয়প্রবণ...
বদলে নিচ্ছি খোলস প্রতিনিয়ত
দু'শো বছর পরে কেউ কি চিনে নিতে পারবে
আমাদের চামড়ার লুকিয়ে থাকা স্থাপত্য?
🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ২৩ নভেম্বর ২০২৪