🍁
যে চোখ চিনিয়েছে সন্ত্রাস
সেই চোখেই প্রতিশোধ রাখো এইবেলা প্লেটে
প্রতিরোধের সামান্য নুন-লঙ্কাকুচি, আর
ফোড়নের ঝাঁঝ সহযোগে
অস্থির অন্তরায় এসে ধরো জারণমুখী গান
চুলোয় যাওয়ার আগে শেষ জ্বলে ওঠার গান।

🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ২৩ নভেম্বর ২০২৪