🍁
তুমি এত তাড়াতাড়ি সবকিছু ভুলে গেলে?
আমাদের একটা যৌথ ইতিহাস বই ছিল
সেখানে জোড়া-শালিক দেখা সৌভাগ্য নিয়ে
একটা বাসা বেঁধে ছিলাম, আর সম্পর্কের
অজস্র শিকড় গেঁথে বাড়িটার ভিত বানিয়েছিলাম
বারান্দায় পাতা ঘেরা ছায়াময় সিঁড়ির বিকেল ছিল
সেখানে মেঘের বুকে বিদ্যুৎ ঝিলিক দিয়ে যেত
বুকের ভেতর ছিল গনগনে আগুন
আর ছিল এক নিভৃত জলপ্রপাত
আনত ঠোঁটে কাঁপন ছিল, প্রেমের সংলাপ ছিল
টুকরো টুকরো অভিমান ছিল…
অথচ, কী আশ্চর্য!
প্রেমের মতো গহীন ঋতুগুলি পেরিয়ে এসে দেখি
তোমার আর কিছুই মনে পড়ছে না
সাদা পাতায় তুমি আজ সম্পূর্ণ অনৈতিহাসিক।
🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ০৫|০৭|২০২৩